জুমবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার চার মামলার কার্যক্রম স্থগিত থাকবে। প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ সদস্যের আপিল বেঞ্চ আজ সোমবার (১৭ আগস্ট) এ আদেশ দেন।
মামলাগুলো সচলে রাষ্ট্রপক্ষ আবেদন করলেও তা খারিজ করা হয়। একইসাথে রুল দ্রুত নিষ্পত্তিতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
২০১৪ সালের নির্বাচনের পর দেশব্যাপী বিএনপির কর্মসূচিতে গাড়ি ভাংচুর ও নাশকতার অভিযোগে এ সব মামলা করা হয়।
খালেদা জিয়ার আইনজীবী জানিয়েছেন, বিএনপি নেত্রীর মুক্তির মেয়াদ বাড়াতে আবেদন করা হবে শিগগিরই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।