
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার দিক নির্দেশনায় মানিকগঞ্জে মসজিদে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপি।
শুক্রবার (২৬ নভেম্বর) বাদ জুম’আ জেলার ৭টি উপজেলা ও ২টি পৌর ইউনিটের সকল মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে জেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন, মুসল্লিসহ কোমলমতি শিশুরা অংশ নেয়। দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


