আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মেঘালয়ে ট্যাক্সিচালককে খুনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকের নাম আই লাভ ইউ তালাং (২৫)। তিনি ইতোমধ্যে খুন করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে মেঘালয় পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, গত ৪ আগস্ট মেঘালয়ের রাজ্যের জোয়াইতে দামেহিপাইয়া পাপেং নামের এক ট্যাক্সিচালক খুন হন। তার বেশ কিছুদিন আগে থেকে নিখোঁজ ছিলেন পাপেং।
পাপেং নিখোঁজের পর পুলিশ তদন্তে নেমে ঘটনার সঙ্গে জড়িত হসেবে আই লাভ ইউ তালাং নামের যুবকের সম্পৃক্ততা পায়। তালাং জানিয়েছেন, ট্যাক্সিচালক পাপেংকে খুন করে জোয়াই বাইপাসের কাছাকাছি গরু বাজারের কাছে ফেলে দিয়েছেন তিনি।
তবে তালাং দাবি করেছেন, এই খুনের ঘটনায় তার সঙ্গে এক নারীসহ আর তিনজন ছিলেন। ওই তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, ফুলমুন খরসাহনোহ নামের আরেক ট্যুর ট্যাক্সিচালকের খুনের সঙ্গেও আই লাভ ইউ তালাং জড়িত থাকতে পারেন।
গত কয়েক মাসে একের পর এক ট্যাক্সিচালকের খুন ও নিখোঁজের ঘটনায় চিন্তিত মেঘালয় পুলিশ-প্রশাসন। এবার ‘আই লাভ ইউ’কে জিজ্ঞাসাবাদ করে খুনের ঘটনাগুলোতে কোনো চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।