স্পোর্টস ডেস্ক : বিসিবি প্রেসিডেন্টস কাপে নিজেদের প্রথম ম্যাচেই লজ্জাজনকভাবে গুটিয়ে গেলো তামিম ইকবালের একাদশ। মাহমুদউল্লাহ রিয়াদের দলের বিপক্ষে ২৩.১ ওভারেই ১০৩ রানে করেছেন। মাহমুদউল্লাহ রিয়াদের দল ২০ ওভার বাকি থাকতেই, তামিমের ১০৪ রানের সহজ টার্গেটে জয়ী হয়েছে।
মাহমুদউল্লাহ রিয়াদের দল ২৭ ওভারে ১০৬/৫ (২৭.০ ওভার) ৫ উইকেট থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায়।
মাহমুদউল্লাহ একাদশের হয়ে মুমিনুন হক ৩৯ রান, মাহমুদউল্লাহ ১০ রান, নুরুন হাসান সোহান ৪১ রান এবং সাব্বির রাহমান করেছেন ৪ রান। এছাড়া ইমরুল কায়েস শূন্য রান করেন, সাইফুদ্দদিনের বলে ক্যাচ ধরেছেন মোহাম্মদ মিথুন।
মাহমুদউল্লাহ একাদশের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়া তামিম একাদশ অল্প রানেই আটকে গেছে। রুবেল হোসেনের পর সুমন খানের গতির সামনে দিশেহারা হয়ে পড়েছে তামিম একাদশ। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভয়ানক ব্যাটিং বিপর্যয়ে পড়েছে তামিম ইকবালের দল। রুবেলের ৫ ওভারে ১৬ রান দিয়ে নিয়েছে ৩ উইওকেট এবং সুমন ৫ ওভারে ৩১ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইওকেট।
উল্লেখ্য, বিসিবি প্রেসিডেন্টস কাপে মাহমুদউল্লাহ একাদশের ‘প্লেয়ার অফ দ্যা ম্যাচ’নির্বাচিত হয়েছেন রুবেল হোসেন। এনামুল হক বিজয়ের সাথে ৩৮ রানের পার্টনারশিপ গড়ে দলকে শক্ত পুঁজির ভিত গড়ে দেওয়ার ইঙ্গিতও দিচ্ছিলেন। তবে ১৮ বলে ২৭ রানের সম্ভাবনাময় ইনিংসের ইতি ঘটে রুবেলের শিকার হয়ে। এরপর শূন্য রানে মোহাম্মদ মিঠুনকেও সাজঘরে ফেরান রুবেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।