জুমবাংলা ডেস্ক : গত ০৩ দিন ধরে রাজশাহীর সারদায় আছি সরকারি দায়িত্বে…এখানে দুই বেলা মাঠে থাকার পর অখণ্ড অবসর!
যেদিন থেকে এখানে পা রেখেছি, সেদিন থেকে অবচেতনভাবেই হঠাৎ করে মনে হচ্ছে মাকে একটা ফোন করে জানাই বিস্তারিত…একবার, দুইবার নয় বারবার এমনটি হচ্ছে!
অথচ আমার প্রিয় মাকে হারিয়েছি ০৩ বছর ১.৫ মাস! মানুষ তার একলা সময়ে প্রিয় মানুষদের স্মরণ করে, আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়; সেই কারণেই হয়তোবা বারবার আমার প্রিয় মাকে মনে পড়া!
আমি সবসময় বলি, খুব সৌভাগ্যবান মানুষের বাবা, মা বেঁচে থাকেন! মহান আল্লাহ’র পরে দুনিয়াতে মানুষের সবচেয়ে বড় শক্তি হলো মা-বাবা! নিজেদের সেই শক্তিকে অবহেলায় ফেলে দেবেন না, শক্ত করে আঁকড়ে ধরে তাদের বয়সের ভারে ন্যূজ শরীরকে শক্তিশালী করুন এবং আপনি নিজেও শক্তিশালী হোন দুই দুনিয়ার জন্যই…
পৃথিবীর সকল প্রকৃত মা বাবারা ভাল থাকুন এপারে এবং ওপারেও…
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক : অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন), ওয়ারী বিভাগ, ডিএমপি, ঢাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।