জুমবাংলা ডেস্ক : খুলনায় করোনা উপসর্গ নিয়ে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুমেক সূত্র জানায়, শুক্রবার শিশুটি পাতলা পায়খানা নিয়ে শিশু ওয়ার্ডে ভর্তি হয়। পরে শ্বাসকষ্ট বাড়লে করোনা আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। শিশুটির গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (মেডিসিন) ও করোনা আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, শুক্রবার করোনা উপসর্গ নিয়ে ফাতেমা নামের ১৬ মাস বয়সী শিশুটিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
তিনি জানান, শিশুটির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া তার পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।