জুমবাংলা ডেস্ক : বাংলাদেশি কর্মীদের জন্য প্রায় চার বছর পর খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। বন্ধ শ্রমবাজারের দুয়ার খুলতে আগামীকাল শনিবার রাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ। মন্ত্রীর মালয়েশিয়া সফরে রোববার (১৯ ডিসেম্বর) দুই দেশের মধ্যে শ্রমবাজার নিয়ে এই সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে মালয়েশিয়ার বাজারে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ডাটাব্যাংক থেকে কর্মী পাঠানো হবে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হবে। এই সমঝোতার অধীনে কোনো ধরনের সিন্ডিকেট ছাড়াই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ বলেন, মালয়েশিয়ায় চার বছর পর শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে। এটি নিয়ে অতীতে অনেক কিছু হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পর অতীতকে দূর করার চেষ্টা করছি। আমি সফল হব কি না, সেটি নির্ভর করবে সমঝোতা স্মারকের সই হওয়ার ওপর। রোববার এ বিষয়ে দেশটির সঙ্গে সমঝোতা চুক্তি হওয়ার কথা রয়েছে।
শনিবার মালয়েশিয়া যাচ্ছেন মন্ত্রী, রোববার হতে পারে সমঝোতাাসা
মন্ত্রী বলেন, আমার আগের যে প্রতিশ্রুতি ছিল, সেটি এখনও আছে। আমি কোনো সিন্ডিকেটের পক্ষপাতি নই। সমঝোতা স্মারকের মাধ্যমে আমরা সরাসরি মালয়েশিয়াতে কর্মী পাঠাতে চাই।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মী পাঠানোর বিষয়ে সম্প্রতি গ্রিসের সঙ্গে বাংলাদেশের একটি আগ্রহপত্র সই হয়েছে। এছাড়াও আলবেনিয়া, মাল্টা ও বসনিয়ার সঙ্গেও কর্মী পাঠনোর বিষয়ে চুক্তি সইয়ের অপেক্ষায় রয়েছে। বর্তমানে নতুন শ্রমবাজার হিসেবে কম্বোডিয়া, উজবেকিস্তান, পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়াসহ আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশ এবং জাপান, চীন, ক্রোয়েশিয়া, সেনেগাল, বুরুন্ডি, সিশেলস, মালয়েশিয়ার সারওয়াক প্রভৃতি দেশ ও এলাকায় কর্মী পাঠনো শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, শুধু মালয়েশিয়া না, অদূর ভবিষ্যতে সব কর্মী বিএমইটি’র ডাটাব্যাংক থেকে যাবে। মালয়েশিয়া দিয়েই সেটি শুরু হবে বলে আশা করছি।
এর আগে, প্রায় চার বছর বন্ধ থাকার পর গত ১০ ডিসেম্বর (শুক্রবার) বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার অনুমোদন দেয় মালয়েশিয়া। বাংলাদেশ থেকে সব পেশার শ্রমিক নেওয়ার অনুমোদন দেয় দেশটি। বিশেষ করে গৃহকর্মী, বাগান, কৃষি, উৎদন, পরিষেবা, খনি ও খনন এবং নির্মাণ খাতে বাংলাদেশি কর্মী নেবে বলে জানানো হয় দেশটির পক্ষ থেকে।
সংবাদ সম্মেলনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, বিএমইটি মহাপরিচালক শহীদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। এদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অভিবাসী দিবসের মূল ও জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
অভিবাসী দিবসে প্রতিবছরের মতো এবারও সিআইপি (এনআরবি) সম্মাননা, প্রবাসীদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।