জুমবাংলা ডেস্ক : বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় আহত বিএনপিকর্মী শেখ সাজ্জাদুল ইসলাম জিকো (৩৫) মারা গেছেন। আহত হওয়ার এক মাসের মাথায় শুক্রবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। শুক্রবার বাদ আসর ফুলতলার পায়গ্রাম কসবা ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তাঁর স্ত্রী ও দুই শিশু কন্যা রয়েছে।
জিকো ফুলতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করে এর প্রতিবাদে ২৮ নভেম্বর বিকেল ৩টায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জেলা ও মহানগর বিএনপি।
মহানগর বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী জানান, গত ২২ অক্টোবর ট্রলারে করে খুলনা বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে হামলার শিকার হন বিএনপির নেতাকর্মীরা। ওই ট্রলারে থাকা জিকো আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মথায় ১২টি সেলাই লেগেছিল। পরে কিছুটা সুস্থ হলে তিনি বাড়িতে যান। কিন্তু শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
জানাজায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, বিএনপি নেতা অধ্যাপক ডা. গাজী আবদুল হক, এস এ রহমান বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু ও আশরাফুল আলম নান্নু, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, বিএনপি নেতা শেখ লুৎফর রহমান প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।