জুমবাংলা ডেস্ক : খুলনা নগরীর বানরগাতী কাঁচাবাজারে আগুন লেগে ৪৮টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
খুলনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সায়েদুজ্জামান জানান, মঙ্গলবার রাত ১টার দিকে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, “বানরগাতী কাঁচাবাজারে আগুন লাগার খবর পেয়ে তাদের পাশপাশি নগরীর বয়রা ও টুটপাড়া ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ৪৮টি দোকনা পুড়ে যায়।”
বানরগাতি এলাকার মো. রাসেল বলেন, কাঁচাবাজারের ভেতরে একটি চায়ের দোকানে গ্যাসের সিলিন্ডার লিক হয়ে আগুন সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাজারের দোকানিরা জানান, পুড়ে যাওয়া দোকানের মধ্যে ২০টি মুদি এবং বাকিগুলো কাঁচামালের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।