
Advertisement
জুমবাংলা ডেস্ক : খুলনা-৬ আসনের (পাইকগাছা ও কয়রা) সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু করোনাভা্ইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে খুলনা মহানগরীর নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
শনিবার আক্তারুজ্জামান বাবু ও তার একান্ত সচিব তসলিম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। খবর- ইউএনবি’র।
এদিকে, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
অপরদিক, শুক্রবার পর্যন্ত দেশে মোট ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৮৩ জনের। এ ছাড়া সেরে উঠেছে ২ লাখ ১৬ হাজার ১৯১ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।