জুমবাংলা ডেস্ক : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে বাবাসহ এক পুলিশ সদসকে ভর্তি করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে তাদের ভর্তি করা হয়।
ওই দুজন খুলনা মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি হওয়া প্রথম রোগী। ওই পুলিশ সদস্য খুলনা মহানগর পুলিশের কনস্টেবল।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ জানান, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে গতকাল রাতে ওই পুলিশ সদস্যকে তার বাবা হাসপাতালে নিয়ে আসেন। তার জ্বর, মাথাব্যথা, সর্দি-কাশি ও গলা ব্যথা রয়েছে। প্রাথমিক পরীক্ষার পর তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।
মঞ্জুর মোর্শেদ আরও জানান, ছেলেকে এ অবস্থায় মাগুরা থেকে নিয়ে এসেছেন ওই বাবা। চিকিৎসাসহ সেবা দেওয়ার সঙ্গে সম্পৃক্ত থাকায় তাকেও তাৎক্ষণিকভাবে করোনা ইউনিটে রাখা হয়েছে। তারা মাগুরা জেলার কাপাশাটি গ্রামের বাসিন্দা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।