Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home খুলনায় মাঠেই পঁচছে তরমুজ
    অর্থনীতি-ব্যবসা কৃষি জাতীয় বিভাগীয় সংবাদ

    খুলনায় মাঠেই পঁচছে তরমুজ

    জুমবাংলা নিউজ ডেস্কMay 13, 20203 Mins Read
    তরমুজ
    ফাইল ছবি
    Advertisement

    শেখ দিদারুল আলম, ইউএনবি: করোনাভাইরাসের থাবায় দিশেহারা খুলনার উপকূলীয় উপজেলা দাকোপের তরমুজ চাষিরা। ব্যবসায়ীরা আসতে না পারায় ও পরিবহন ব্যবস্থা পুরোপুরি চালু না থাকায় মাঠেই পচতে শুরু করেছে কৃষকের উৎপাদিত তরমুজ।

    গত বছর ভালো ফলন হওয়ায় অনেকে এ বছর ঋণ করে বেশি জমিতে তরমুজ চাষ করেছিলেন। ফলনও হয়েছে বাম্পার। কিন্তু বাজারজাত করতে না পারায় এখন লাভ তো দূরের কথা আসল টাকা ওঠানো দায় হয়ে পড়েছে চাষিদের। ট্রলার ও ট্রাক চলাচল না করায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের অন্যান্য স্থানে তরমুজ পাঠানো যাচ্ছে না। আর মানুষ ঘরে থাকায় স্থানীয় বাজারগুলোতেও তরমুজের কদর নেই।

    তবে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির বৈধ কাগজপত্র, আইডি কার্ড এবং স্বাস্থ্যসনদ প্রদর্শনের শর্তে খুলনা, যশোর, বাগেরহাট ও সাতক্ষীরা এলাকার পরিবহন ও চালকদের দাকোপে আসার অনুমতি দেয়া হচ্ছে। একই শর্তে এ অঞ্চলের ক্রেতা বা ব্যাপারীদের দাকোপে এসে তরমুজ কেনার অনুমতি দেয়া হয়েছে। কিন্তু ব্যাপারটিকে ঝামেলাপূর্ণ মনে করছেন তারা।

    তরমুজ চাষি দাকোপের বাজুয়া বড়ইতলার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল গাইন বলেন, নিঃসন্দেহে এবার তরমুজের বাম্পার ফলন হয়েছে। এখন ফল কাটার সময়। কিন্তু বাজারজাত করতে না পারায় গরমে তরমুজগুলো পচে উঠেছে। আবার অনেক তরমুজ বেশি পেকে যাওয়ায় ফুটে যাচ্ছে। ব্যাপারী না আসায় খেতেই নষ্ট হচ্ছে তরমুজ।

       

    ‘সম্প্রতি যশোরের রূপদিয়ার এক ব্যাপারী ৫০ হাজার টাকায় আমার জমির তরমুজ কিনতে চেয়েছিলেন। এ জন্য মোবাইলে ১০ হাজার টাকার বায়নাও দেন তিনি। তরমুজ নিতে ওই ব্যাপারী ট্রলার নিয়ে এসেছিলেন। কিন্তু ঘাটে প্রশাসন ও বাজার কমিটির লোকজন তাকে ট্রলার থেকে নামতে দেয়নি। বাধ্য হয়ে তিনি ফিরে গেছেন। তার বায়নার টাকা আমাকে ফেরত দিতে হয়েছে।’

    তিনি আরও বলেন, তরমুজ ব্যবসায়ীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্য পরীক্ষা করে গ্রামে আসতে হয়। এটা অনেকে ঝামেলা মনে করেন। তাই তারা আসছেন না। এছাড়া মধ্যস্বত্বভোগীরাও চাচ্ছে না গ্রামে কোনো ব্যবসায়ী না আসুক। এলেও যেন তাদের মাধ্যমে আসে।

    দাকোপের ছিটাবুনিয়া গ্রামের তরমুজ চাষি গৌতম বলেন, ‘আমার চার বিঘা জমিতে তরমুজ চাষে খরচ হয়েছে ৭২ হাজার টাকা। এখন তরমুজ বিক্রি করতে পারছি না। ব্যবসায়ীদের গ্রামে আসতে হলে ইউএনও’র কাছ থেকে কাগজপত্র নিয়ে ও করোনা পরীক্ষা করে আসতে হচ্ছে। সবাইকে তো ঢুকতে দিচ্ছে না। তাই তরমুজ ক্রেতারা আসতে পারছেন না। তরমুজ পেকে গেছে। প্রতিদিন কয়েকটা ফেটে নষ্ট হচ্ছে।’

    তিনি আরও জানান, তার এলাকায় ২৫০ বিঘা জমিতে তরমুজ চাষ করা হয়েছে। অনেকের তরমুজ কয়েক দিন পর পাকা শুরু হবে।

    বাজুয়ার তরমুজ চাষি মনোরঞ্জন বৈদ্য বলেন, ‘ভরা মৌসুমে আগে কখনও এমন করুণ দশায় পড়তে হয়নি আমাদের। এ বছর তরমুজ কিনতে ব্যাপারীরা আসছেন খুবই কম।’

    দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান বলেন, দাকোপে এক হাজার ৫৩৫ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। লক্ষ্য ছিল ৭০০ হেক্টর। ৩৩ শতকের এক বিঘা জমির তরমুজ গত বছর বিক্রি হয়ে ৮০ হাজার টাকা। এবার দাম কিছুটা কম। এবার বিক্রি হচ্ছে এক বিঘা ৫০-৬০ হাজার টাকায়।

    তিনি বলেন, বিক্রি হচ্ছে না বলে তরমুজ খেতে পচে নষ্ট হচ্ছে এটা সঠিক নয়, কয়েক দিন বৃষ্টি হওয়ায় কিছু তরমুজ নষ্ট হতে পারে বলে তিনি দাবি করেন।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    ক্ষমতা

    ‘অনেক মানুষ বলছে ৫ বছর ক্ষমতায় থাকুন, ১০ বছর থাকুন, ৫০ বছর থাকুন’

    September 30, 2025
    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া

    আখাউড়ায় পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

    September 30, 2025
    সিলেট

    দুই কর্মকর্তায় বদলে যাচ্ছে সিলেট

    September 30, 2025
    সর্বশেষ খবর
    Samsung Galaxy Ring

    Samsung Galaxy Ring Hospitalizes User After Battery Swells, Trapping Finger

    Samsung Galaxy S25 FE

    Samsung Galaxy S25 FE India Launch Kicks Off with Free Storage Upgrade

    মানসিক চাপমুক্ত

    মানসিক চাপমুক্ত থাকতে পারেন যে ৮ উপায়ে

    Barbra Streisand assistant

    Barbra Streisand’s 50-Year Partnership with Assistant Defies Hollywood Norms

    সালাহউদ্দিন আহমেদ

    পিআর মানে আমরা মনে করি পাবলিক রিলেশন : সালাহউদ্দিন আহমেদ

    ক্ষমতা

    ‘অনেক মানুষ বলছে ৫ বছর ক্ষমতায় থাকুন, ১০ বছর থাকুন, ৫০ বছর থাকুন’

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া

    আখাউড়ায় পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

    চোখের নিচে কালো দাগ

    পর্যাপ্ত ঘুমিয়েও কমছে না চোখের নিচের কালি? এই দাগগুলো কীসের পূর্বাভাস দিচ্ছে?

    Tyreek Hill injury

    Tyreek Hill Injury Sends Shockwaves Through NFL: Dolphins Star Faces Lengthy Recovery

    Williamsburg fire

    Williamsburg Fire Sends Thick Black Smoke Billowing Over NYC Skyline

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.