জুমবাংলা ডেস্ক : দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ শুরু হতেই খুলনায় বাধ্যতামূলক মাস্ক পরিধানের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া অহেতুক গণ-জমায়েত পরিহার ও গণ-পরিবহনে মাস্ক ছাড়া যাত্রী না তুলতে পুনরায় নির্দেশনা দেওয়া হয়েছে।
রবিবার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনলাইন জুম প্লাটফর্মে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয়, আজ সোমবার থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হবে।
একইসঙ্গে খুলনার সকল উপজেলায় অক্সিজেন ব্যাংক ও হাইফ্লো ন্যাজাল ক্যানুলা স্থাপন নিশ্চিত করতে বলা হয়েছে। করোনাকালে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
সভায় খুলনা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম শাকিলুজ্জামান, উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ সরকারি কর্মকর্তা অংশ নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।