অবশেষে সমালোচকদের নিয়ে মুখ খুললেন কোহলি

স্পোর্টস ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে একের পর এক ম্যাচ হয়ে যাচ্ছে। কিন্তু খারাপ ছন্দ চলছে বিরাট কোহলির। বড় রান কিছুতেই আসছে না তার ব্যাটে। ফর্ম নেই তার। সমালোচকরা ভালোভাবেই পেয়ে বসেছেন কোহলিকে। দিনকে দিন সেই সমালোচকের সংখ্যা বাড়ছে। ভারতীয় ক্রিকেটের পোস্টারবয় তাই রীতিমত কোণঠাসা।

ফাইল ছবি

অবশেষে এই সমালোচকদের উদ্দেশে মুখ খুললেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর তারকা ব্যাটার। চলতি আইপিএলে তিন নম্বর গোল্ডেন ডাকের (১ বলে ০) পর নীরবতা ভাঙলেন কোহলি।

৩৩ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘তারা (সমালোচকরা) তো আমার অবস্থানে নেই, তারা আমার অনুভূতিটাও বুঝতে পারবেন না। আমার জীবনে ঢুকে দেখতে পারবেন না, তারা আমার মুহূর্তগুলো বুঝবেন না।’

সমালোচকদের এই যন্ত্রণা থেকে বাঁচতে টেলিভিশনের ভলিউম বন্ধ করে রাখেন, জানালেন কোহলি। অথবা যেখানেই হোক, তাদের কোনো কথাই শোনেন না।

কোহলি বলেন, ‘আমি কিভাবে তাদের কথা বন্ধ করব? হয়তো টিভি মিউট করে রাখতে হবে অথবা কান বন্ধ বা তারা যা বলে, তার দিকে মনোযোগ এড়িয়ে যেতে হবে। আমি এসবই করি।’

বাজে ফর্ম নিয়ে হতাশ কোহলির কথা, ‘আমার ক্যারিয়ারে মনে হয়, এমনটা কখনও হয়নি। আমি এখন সবই দেখছি। সময়টা অনেক দীর্ঘ হয়ে গেছে। এই খেলার সব দিকই আমি দেখে ফেলেছি।’

এ নিয়ে কোহলি সব ফরম্যাট মিলিয়ে ১০০ ম্যাচেরও বেশি সময় ধরে সেঞ্চুরিবঞ্চিত হয়ে আছে। চলতি আইপিএলে ১২ ম্যাচ খেলে মাত্র ২১৬ রান করেছেন তারকা এই ব্যাটার।