খুলে দেওয়া হয়েছে পোস্তগোলা সেতু, যান চলাচল শুরু

জুমবাংলা ডেস্ক : টানা ১৬ দিন রাজধানীর পোস্তগোলা সেতুর (বুড়িগঙ্গা-১) সংস্কার কাজ শেষে আজ শনিবার খুলে দেওয়া হয়েছে সেতুটি। ভোর ৬টা থেকে সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করতে পারছে।

সেতু চালুর বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ ট্রাফিক বিভাগের উপ-কমিশনার আসমা সিদ্দিকা মিলি গণমাধ্যমকে জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী ৯ মার্চ থেকে বুড়িগঙ্গা সেতু-১ (পোস্তগোলা সেতু) চালু হয়েছে। এতদিন এই পথ ব্যবহারকারীদের যানজটে পড়তে হয়।

এবার পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি থেকে পোস্তগোলা সেতুর সংস্কার কাজ শুরু হয়। এ সময় ভারী যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়।

এবার রাজধানীতে ১০ তলা ভবনে আগুন