বিনোদন ডেস্ক: দুর্দান্ত লিওনেল মেসি, দুর্দান্ত আর্জেন্টিনা। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিক, ফ্রান্সের অসাধারণ প্রত্যাবর্তন-সব নাটকীয়তার শেষে টাইব্রেকারে জিতে ৩৬ বছরের বিশ্বকাপ জয়ের অপেক্ষার অবসান হলো আর্জেন্টিনার।
নিজের শেষ বিশ্বকাপ ফাইনালে যথার্থ নেতার মতোই খেলে সর্বকালের সেরা হয়ে থাকলেন লিওনেল মেসি। বিশ্বকাপের ইতহাসে নিঃসন্দেহে সেরা ফাইনাল। গোটা ম্যাচ জুড়ে বার বার বদলালো খেলার রং। প্রথমার্ধে মেসি ও ডি মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তো নির্ধারিত সময়ের শেষ দিকে জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে। অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করলেন মেসি।
খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করলেন এমবাপ্পে। নির্ধারিত সময়ে খেলা ৩-৩ গোলে ড্র হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারে হলো খেলার ফয়সালা। সেখানে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতলো আর্জেন্টিনা।
প্রিয় দলের জয়ে উল্লাসে ফেটে পড়েন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে অভিনেতাকে পরিবারের সবার সঙ্গে নাচতে দেখা যাচ্ছে।
ক্যাপশনে তিনি লিখেছেন, দিন শেষে আমরা সবাই এক। তবে মাঝে মাঝে খেজুর এবং গাওয়া খাবেন তাহলে বিশ্বকাপ জিতবে। মেসির হাতে বিশ্বকাপ। সবার কাছে দোয়া চাই। আমরা সবাই একটি পরিবারের হয়ে বাঁচতে চাই।
খেলা শুরু আগেই তিনি জানিয়েছিলেন, আজ রাতে থেকেই বিজয়ের উল্লাস শুরু হয়ে গেল। আমি সবসময়ই বলি কাতারের বিশ্বকাপে শুরুতে আমরা খেজুর খেয়েছি পরবর্তীতে এই খেজুরের সাথে গাওয়া খেয়েছি। খেজুরের সাথে গাওয়া খেলে কি হয় তা বুঝতে পেরেছেন বিগত দিনের খেলাগুলোতে। অনেকেই ভেবেছিল আর্জেন্টিনা ফাইনালে আসতে পারবে না কিন্তু আমরা যারা আর্জেন্টিনার সাপোর্ট করি তাদের বিশ্বাস ছিল এবারের ফাইনাল খেলবে আর্জেন্টিনা,অবশেষে তাই হলো। আর একটা কথা বলতে চাই কাতার- ২০২২ সালের বিশ্বকাপ আর্জেন্টিনার বিশ্বকাপ, মেসির বিশ্বকাপ। সবাইকে আর্জেন্টিনার খেলা দেখার অনুরোধ জানাচ্ছি।
মেসি মেসি তুমুল স্লোগানে মাঝ রাস্তায় ঢোল বাজালেন মাশরাফি (ভিডিও)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।