স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ আগামীকাল বুধবার শেষ হতে যাচ্ছে। এর কয়দিন পরেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে টিম টাইগার। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ১ জানুয়ারি, মাউন্ট মঙ্গানুইয়ে। দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি। তবে পুরো সিরিজেই নিউজিল্যান্ড দল তাদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে পাচ্ছে না। চোটের কারণে ছিটকে গেছেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার।
উইলিয়ামসন অনেকদিন ধরেই কনুইয়ের চোটে ভূগছেন। মাঝেমধ্যেই সেই চোট মাথাচাড়া দিয়ে ওঠে। যেমন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি বিশ্রামে ছিলেন। এরপর কানপুর টেস্টে ফিরে আবার চোটে পড়েন। ছিটকে যান মুম্বাই টেস্ট থেকে। এর আগে গত মার্চে বাংলাদেশের সর্বশেষ নিউজিল্যান্ড সফরেও কনুইয়ের চোটে খেলতে পারেননি উইলিয়ামসন। আজ মঙ্গলবার নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড জানান, এবার তাকে লম্বা সময়ই মাঠের বাইরে থাকতে হবে।
সাংবাদিকদের স্টেড বলেন, ‘আমি প্রথম থেকেই বলে আসছি, এটা লম্বা সময় ধরে ভোগাবে। গতবার…৮ কিংবা ৯ সপ্তাহের মতো বাইরে ছিল। আমার মনে হচ্ছে, এবারও তেমনই সময় লাগবে। কেন উইলিয়ামসন নিজেই পরিস্থিতি কঠিন করে তুলছে! আমাকে ভুল বুঝবেন না। নিউজিল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটের পাশাপাশি সে কোনো ফরম্যাটই মিস করতে চায় না। তার সেরে ওঠা নিয়ে আমরা কোনো সময়সীমা বেঁধে দিতে চাচ্ছি না। এটা সম্পূর্ণ নির্ভর করে কনুই কতটা চাপ পড়ছে তার ওপর।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।