স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট জয়ের দিন আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়ালেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। পেনাল্টি হিসেবে আম্পায়ার আলিম দার অজিদের পাঁচ রান কেটে নেওয়ার পরে আম্পায়ারের সঙ্গে তর্ক শুরু করেন তিনি। আম্পায়ার আলিম দার যদি এটা ম্যাচ রিপোর্টে উল্লেখ করেন, তবে তাকে শাস্তি পেতে হতে পারে। এই রান কাটা নিয়েও সোশ্যাল সাইটে মুখরোচক আলোচনা শুরু হয়েছে।
ঘটনা অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৫০তম ওভারের। মিড উইকেটে বল ঠেলে দ্রুত সিঙ্গলস নেওয়ার জন্য দৌঁড় শুরু করেন ওয়ার্নার। আলিম দার এর আগে ওভারের শুরুতেই পিচের মাঝখান দিয়ে ছোটার জন্য মারনাস লাবুশানেকে সতর্ক করে দিয়েছিলেন। বাঁ হাতি অজি ওপেনার রান নিতে গিয়ে ফের পিচের উপর দিয়েই দৌঁড়ান। তখনই আলিম দার পেনাল্টি হিসেবে অস্ট্রেলিয়ার ৫ রান কেটে নেন।
আম্পায়ারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ওয়ার্নার। তিনি তর্ক শুরু করে দেন আম্পায়ারের সঙ্গে। আলিম দারের সিদ্ধান্তের প্রেক্ষিতে বাঁ হাতি ওপেনার অন ফিল্ড আম্পায়ার এরাসমাসকে উদ্দেশ করে বলেন, ‘আমার থেকে কী চান? বল মেরেই লাফাব?’ তারপর দ্রুত বাকিদের হস্তক্ষেপে উত্তেজনা প্রশমিত হয়। বিতর্কের মধ্যেই সিডনি টেস্ট ২৭৯ রানে জিতে নেয় অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টেস্ট সিরিজের ফলাফল অস্ট্রেলিয়া ৩ নিউজিল্যান্ড ০।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।