খেলা ছেড়ে ফটোগ্রাফার হয়ে গেলেন মেসি

মেসি

স্পোর্টস ডেস্ক: একটু আগেই জিতেছেন বিশ্বকাপের শিরোপা। ৩৬ বছরের অপেক্ষা শেষ করে আর্জেন্টিনাকে বিশ্বকাপের স্বাদ দিয়েছে লিওনেল মেসি, টুর্নামেন্ট সেরার গোল্ডেন বলও জিতে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপের শিরোপা নিয়ে দলের সঙ্গে উদযাপন শেষে হঠাৎই যেন বদলে গেলেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর নায়ক। ফুটবলার থেকে হয়ে গেলেন ফটোগ্রাফার।

বিশ্বকাপের শিরোপা জেতার পর দলের সবার সঙ্গে উদযাপনের পরই নিজের পরিবারকে কাছে টেনে নিয়েছেন মেসি। নিজের বিশ্ব শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের আনন্দ ভাগাভগি করতে চেয়েছেন স্ত্রী সন্তানদের সঙ্গেই।
মেসি
৩৬ বছর পর বিশ্বকাপের শ্রেষ্টত্ব পাওয়ার পর মেসির মতো তার পরিবারও ভেসেছে আনন্দ। পরিবারের সঙ্গে বিশ্বকাপ জয়ের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সময় হঠাৎ ফটোগ্রাফার হয়ে উঠলেন মেসি।

স্ত্রী আন্তোনেলা রোকুজ্জে আর আর তিন সন্তানের বিশ্বকাপ ট্রফি নিয়ে উদযাপনের সেই মুহুর্তকে স্মৃতি হিসেবে ধরে রাখতেই মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ফ্রেমবন্দি করার চেষ্টা করেছেন মেসি।

স্ত্রী রোকুজ্জের ছবি তুলে দেওয়ার সেই মুহুর্তের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়,বিশ্বকাপ ট্রফিতে চুমু খাচ্ছেন মেসির স্ত্রী রোকুজ্জো আর তার সেই মুহুর্তকে ফ্রেমবন্দি করার চেষ্টা করছেন মেসি।

মেসির হাতে বিশ্বকাপ শিরোপা দেখে ম্যারাডোনাকে স্মরণ করলেন পেলে