জুমবাংলা ডেস্ক : ষড়যন্ত্রকারীদের বুক কাঁপানো জনসমাবেশ করতে যাচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরে এই সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে ফতুল্লায় আয়োজিত এক সভায় ওই সমাবেশ আয়োজনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘একটা গভীর ষড়যন্ত্র সারা দেশে হচ্ছে। নারায়ণগঞ্জও তার চেয়ে বিচ্ছিন্ন না। ওই ষড়যন্ত্রের সঙ্গে স্থানীয় ষড়যন্ত্র যোগ হয়েছে। এর পেছনে টাকাও রয়েছে। মোটা অঙ্কের টাকা হয়তো এসেছে নারায়ণগঞ্জে।’
তিনি বলেন, ‘১৬ জুন কেন মরি নাই। হয়তো সেই ষড়যন্ত্রকারীরাই এ কাজটি করছে। আমাকে হ*ত্যার জন্য ২০ জনকে হ*ত্যা করা হলো, কিন্তু সফল হলো না। এখন কারা কী করছে আমি সব খবরই পাচ্ছি। একটু আগেই পাচ্ছি। কোন হোটেলে মিটিং হচ্ছে, কোথায় ষড়যন্ত্র হচ্ছে সব জানি। সব বললে অনেকে চেহারা দেখাতে পারবেন না। কারা জামায়াতের সঙ্গে কথা বলছেন আলোচনা করছেন সবই জানি।’
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা বলেন, ‘বঙ্গবন্ধুর আত্মজীবনীতে বারবার নারায়ণগঞ্জ লেখা আছে। এ নারায়ণগঞ্জ নিয়ে খেলতে দেওয়া হবে না। ষড়যন্ত্র মোকাবেলায় যে ভাষায় জবাব দেওয়া দরকার, সেই ভাষাতেই কড়া জবাব দেওয়া হবে।’
এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘খেলা তো হবেই। যাদের সঙ্গে ছাত্র জীবনে খেলে আসছি তারা এখন মনে করছেন নাটক খেলবেন। আগে বয়স কম ছিল তখন চিন্তা করি নাই। এখন চিন্তা করি।’
‘সবকিছুর বক্তব্য দেওয়া হবে ৭ তারিখে (৭ সেপ্টেম্বর)। চাষাঢ়া শহীদ মিনার অথবা আশপাশে সেখানেই সমাবেশটি হবে। যারা নারায়ণগঞ্জকে নিয়ে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধেই এ সমাবেশ হবে যাতে তাদের বুক থর থর কাঁপে। সে সমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতি ঘটাতে হবে। এ সমাবেশ দেখে শেখ হাসিনা যেন গর্ববোধ করতে পারে’ যোগ করেন শামীম ওসমান।
তিনি বলেন, ‘২০০৬ সালের ২৬ ডিসেম্বর আমি নারায়ণগঞ্জ এসেছিলাম। তখন অনেকেই অনিশ্চয়তায় ছিলেন। সেদিন লাখ লাখ মানুষের সমাবেশ ঘটেছিল। সে রাতেই সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ আমাকে গ্রেপ্তার করতে ঘেরাও করেছিল, তখন আপনাদের মতো হাজার হাজার হাজার মানুষ খেয়ে না খেয়ে আমাকে ১৭দিন পাহারা দিয়েছিলেন। তাই আমি সবাইকে অনুরোধ করবো- কারও ডাকের অপেক্ষায় না থেকে সমাবেশে যোগ দেবেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।