২০২৬ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ৪৮ দলের এই মহাযজ্ঞের ঠিক এক বছর আগেই বড় দুঃসংবাদ পেল দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। দুই খেলোয়াড়ের ডোপিং কেলেঙ্কারির কারণে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে তাদের ছিটকে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম ওয়ার্ল্ড সকার টক জানিয়েছে, ডোপিংসংক্রান্ত কারণে বলিভিয়া ফিফা ও কনমেবল থেকে শাস্তি পেতে পারে। শাস্তির অংশ হিসেবে তাদের পয়েন্ট কেটে নেওয়ার সম্ভাবনা রয়েছে, যা কার্যকর হলে দুই ম্যাচ হাতে রেখেই বাছাইপর্ব থেকে ছিটকে পড়বে দলটি।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ইতোমধ্যেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর। বাকি তিনটি সরাসরি জায়গা ও একটি প্লে-অফের লড়াইয়ে বলিভিয়া রয়েছে অষ্টম স্থানে, ১৭ পয়েন্ট নিয়ে। প্লে-অফে থাকা ভেনেজুয়েলা রয়েছে ১৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে।
বলিভিয়ার দুই ফুটবলার—সুইজারল্যান্ডের দ্বিতীয় স্তরের ক্লাবে খেলা বোরিস সেস্পেদেস ও বলিভিয়ার ক্লাব বলিভারের রামিরো ভাকা—নিষিদ্ধ পদার্থ গ্রহণ করেছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, উচ্চতার প্রভাব কমাতে তারা এসব পদার্থ গ্রহণ করেছিলেন। সেস্পেদেস চিলি ও উরুগুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে ও ভাকা কোপা লিবার্তাদোরেসে খেলার সময় এই অপরাধ করেন।
একটি ডোপিং কেস ইতোমধ্যে প্রমাণিত হয়েছে, অপর দুটি এখনও তদন্তাধীন। সবগুলো অভিযোগ প্রমাণিত হলে ফিফা ও কনমেবল কঠোর শাস্তি দিতে পারে।
বলিভিয়ার বাছাইপর্বে বাকি দুটি ম্যাচ যথাক্রমে কলম্বিয়া (৫ সেপ্টেম্বর) ও ব্রাজিল (১০ সেপ্টেম্বর) এর বিপক্ষে। দুই ম্যাচই অত্যন্ত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে। এদিকে, প্লে-অফে থাকা ভেনেজুয়েলার বাকি দুই প্রতিপক্ষ আর্জেন্টিনা ও কলম্বিয়া।
ডোপিং–সংক্রান্ত শাস্তি কার্যকর হলে, পয়েন্ট কাটা পড়লে বা খেলোয়াড়দের নিষেধাজ্ঞা এলে বলিভিয়ার বিশ্বকাপ যাত্রা এখানেই থেমে যেতে পারে। আর তা হলে, দেশটি তাদের ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ হারাবে। বলিভিয়ার আগে তিনবার বিশ্বকাপে অংশ নিয়েছে—১৯৩০, ১৯৫০ ও ১৯৯৪ সালে।
শেষ মুহূর্তে এমন ঘটনায় বিশ্ব ফুটবলে শুরু হয়েছে তীব্র আলোচনা। এখন দেখার বিষয়, কনমেবল ও ফিফা কতটা কঠোর অবস্থান নেয় বলিভিয়ার বিরুদ্ধে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।