বিনোদন ডেস্ক : ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ২৫ বছর কাটিয়ে দিয়েছেন কারিনা কাপূর। দীর্ঘ পথ পেরিয়ে নিজের মজবুত জায়গা তৈরি করেছেন। যদিও দিন কয়েক আগে ঝড় বয়ে গিয়েছে কারিনার জীবনে। স্বামী সইফ আলি খান ছুরিকাহত হন নিজের বাড়িতেই। এই নিয়ে প্রায় হইহই কাণ্ড মায়ানগরীতে। তার পর পরই প্রাক্তন শাহিদ কাপূরের সঙ্গে কারিনাকে দেখা গেল। প্রাক্তনের সঙ্গে আলিঙ্গনাবদ্ধ হন কারিনা। সেই ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। এ বার পর্দায় সঙ্গম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
এতগুলি বছরে কখনও আধুনিকা নারী কখনও আবার গণিকা— নানা রূপে দেখা গিয়েছে কারিনাকে। চুম্বনের দৃশ্যে দেখা গিয়েছে, কিন্তু তার বেশি কিছুতে প্রবল আপত্তি রয়েছে অভিনেত্রীর। কারিনার কথায়, ‘‘আমি ব্যক্তিগত ভাবে মনে করি গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যৌনতার প্রয়োজন নেই। এটা এমন কিছু নয়, যা গল্পের মধ্যে আমূল কিছু পরিবর্তন আনে, বা এটা দেখানো খুবই প্রয়োজনীয়। আমি হয়তো পর্দায় এমন কিছু করতে স্বাচ্ছন্দ্য বোধ করব না। আমি কখনও এটা করিনি। আমরা যৌনতাকে একটা মানবিক অভিজ্ঞতা হিসাবে দেখি না।’’
আসলে কারিনা মনে করেন ভারতীয় সমাজ এখনও এতটা এগিয়ে যায়নি যে, পর্দায় নায়ক-নায়িকাকে এতটা ঘনিষ্ঠ ভাবে দেখবে। যদিও হলিউডে এই নিয়ে তেমন ছুতমার্গ নেই।
সম্প্রতি একটি পাশ্চাত্যের খ্যাতনামী পত্রিকার সঙ্গে কথোপথনে কারিনা বলেন, ‘‘আপনারা এই বিষয়টাকে যতটা মুক্ত মনে খোলামেলা ভাবে গ্রহণ করতে পারেন, আমরা তা পারি না। আমরা এখনও ও ভাবে গল্প বলতে পারি না। আপনাদের ওখানে সবটাই খুব খোলামেলা, তাই খুব সহজেই আপনারা একটা মেয়ের ইচ্ছে, কামনাকে খোলামেলা ভাবে দেখাতে পারেন।’’
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.