
জুমবাংলা ডেস্ক : যশোরের মনিরামপুরে সরকারি সিলযুক্ত ৫৫৫ বস্তা চাল উদ্ধারের পর মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আইনি জটিলতায় থানা চত্বরে খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে চালগুলো নষ্ট হতে চলেছে।
সংশ্লিষ্টরা জানান, গত ৪ এপ্রিল সন্ধ্যায় পৌর এলাকার বিজয়রামপুর গ্রামে ভাই ভাই রাইস মিল অ্যান্ড চাতালে ট্রাক থেকে চালগুলো খালাস করার সময় পুলিশ জব্দ করে। এ সময় চাতাল মালিক আব্দুল্লাহ আল মামুন ও ট্রাকচালক ফরিদ উদ্দীনকে আটক করা হয়।
এ ঘটনায় মনিরামপুর থানার এসআই তপন কুমার সিংহ বাদী হয়ে ওই দিন রাতেই মামলা করেন।
পরে আদালত আটক দুজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। সেই সাথে ২০ এপ্রিল মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। এরপর থেকে উদ্ধার চাল থানা চত্বরে পড়ে রয়েছে।
উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মামুন হোসেন খান বলেন, খোলা আকাশের নিচে ত্রিপল দিয়ে ঢাকা এ চালে একটু পানি লাগলেই সব নষ্ট হয়ে যাবে। আর পানি না লাগলেও তা সর্বোচ্চ তিন মাস ভালো থাকতে পারে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, যেহেতু মামলা এখন ডিবি পুলিশের কাছে তাই এ ব্যাপারে তারাই ভালো বলতে পারবেন।
ডিবির ওসি মারুফ আহম্মদ জানান, আদালতের নির্দেশনা পাওয়া মাত্রই উদ্ধার চালের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। সূত্র: ইউএনবি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।