ভারতের আনন্দবাজার পত্রিকায় ‘লাদাখের পরে ঢাকাকে পাশে টানছে বেজিং’ শিরোনামের প্রতিবেদনে বাংলাদেশকে চীনের অর্থনৈতিক সুবিধা দেয়া নিয়ে ‘খয়রাতি’ শব্দ লেখা হয়। যা নিয়ে বাংলাদেশে তুমুল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পত্রিকাটিতে বাংলাদেশ থেকে কাজ করেন সাংবাদিক অঞ্জন রায়। অনেকেই এজন্য তাকে দোষছেন। তবে অঞ্জন রায় জানিয়েছেন রিপোর্টটি তার লেখা নয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন অঞ্জন রায়।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘যে লেখা আমার নয়, তার দায় আমার ওপরে চাপাতে চাওয়াটা সত্যিই বেদনাদায়ক। অনেকে ভুল বুঝছেন, সে কারণেই স্পষ্ট করি। একটি কাগজের ডিজিটাল ও প্রিন্ট এডিশনে দুজনে কাজ করেন। রিপোর্ট পিক করার সময় প্রিন্ট এডিশনের অনেক কপিই অনলাইনে আপলোড করা হয়। আমি কাজ করি ডিজিটাল এডিশনে– আমার প্রকাশিত প্রতিটি লেখার ইউআরএল এ dgtl- দিয়ে কপির সিরিয়াল নম্বর থাকে। এটিতে সেটি আছে কিনা সেটা দয়া করে দেখুন, দেখে আমাকে অভিযুক্ত করুন– সমালোচনা করুন, গালি দিন।
আমি আবারো দায়িত্ব নিয়ে বলছি– আলোচিত চীন বিষয়ের লেখাটি আমার নয়। সবার জন্য শুভকামনা। কল্যান হোক।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।