বিনোদন ডেস্ক : ২০২০ সালে গঙ্গুবাইয়ের সাজে আলিয়ার ছবি প্রথম বার প্রকাশ্যে আসে। কথা ছিল, ২০২১-এ মুক্তি পাবে সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত এই ছবি।
দেশের অনেক শহরে ছবির প্রচারে তাঁকে দেখা গিয়েছে। আলিয়া ভট্ট। করোনা পরবর্তী সময়ে প্রেক্ষাগৃহে শুক্রবার থেকে ভন্সালীর বড় বাজেটের ছবি ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ মুক্তি নিয়ে উত্তাল গোটা দেশ। কলকাতা সফরে জলভরা সন্দেশে আলিয়ার মিষ্টি মুখ উজ্জ্বল হলেও এ কথা জানতে কারওর বাকি নেই যে এই ছবি নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছেন তিনি। তাঁর অভিনয়ের গুণেই নির্ভর করছে এ ছবির বাণিজ্যিক লাভের অঙ্ক।
মুম্বই সংবাদমাধ্যমের খবর, ছবিতে অভিনয়ের জন্য আলিয়া পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ২০ কোটি। ছবিতে ক্যামিওর চরিত্রে কাজ করলেও অজয় দেবগণ তার জন্য পেয়েছেন ১১ কোটি টাকা। ছবিতে আলিয়া-অজয় ছাড়াও বিজয় রাজ সকলের নজর কেড়েছেন। তিনি পারিশ্রমিক নিয়েছেন দেড় কোটি। টেলিভিশন অভিনেতা শান্তনু মহেশ্বরী বলিউডে প্রথম পা রাখছেন এই ছবি দিয়েই। তাঁর পারিশ্রমিক চোখে পড়ার মতো, প্রায় ৫০ লাখ। হুমা কুরেশি পাচ্ছেন ২ কোটি।
২০২০ সালে গঙ্গুবাইয়ের সাজে আলিয়ার ছবি প্রথম বার প্রকাশ্যে আসে। কথা ছিল, ২০২১-এ মুক্তি পাবে সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত এই ছবি। কিন্তু সেই পরিকল্পনাও ভেস্তে যায় করোনার প্রকোপে। দীর্ঘ অপেক্ষা, আইনি জটিলতা পেরিয়ে অবশেষে পর্দায় আসবে ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। কিছু কিছু মাল্টিপ্লেক্সে প্রায় হাজার টাকায় এই ছবির টিকিট বিক্রি হচ্ছে।
বলিউডের সহকর্মীদের জন্য বৃহস্পতিবার বিশেষ ভাবে এই ছবি প্রদর্শিত হয়েছে। ভিকি কৌশল থেকে শুরু করে আলিয়ার হবু ননদ ঋদ্ধিমা কপূর— প্রত্যেকেই মুগ্ধ ‘গঙ্গুবাই’-এ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।