মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. আনোয়ার হোসেন (৪২) নামে একজন স্বাস্থ্যকর্মীর প্রাণহানি হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. আনোয়ার হোসেন মেঘনা উপজেলার হিজলতলী গ্রামের মান্নান ভূইঁয়ার ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের স্ত্রী পারুল বেগম জানান, পেশায় তিনি একজন স্বাস্থ্যকর্মী। তিনি মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। চট্টগ্রামে পেশাগত ট্রেনিং শেষে তার স্বামী আনোয়ার হোসেন তাকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ার ভাটেরচর নতুন রাস্তা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাস থেকে নেমে রাস্তায় পারাপার হবার সময় কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস তার স্বামী আনোয়ার হোসেনকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।