জুমবাংলা ডেস্ক : গণতন্ত্র মানে শুধু পাঁচ বছর পর পর ভোট দেওয়া না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাষ্ট্রচিন্তক ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক সলিমুল্লাহ খান।
আজ শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মওলানা ভাসানী’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সলিমুল্লাহ খান এ কথা বলেন।
তিনি বলেন, মওলানা ভাসানী ছিলেন এক উজ্জ্বল এবং ব্যতিক্রমী মানুষ। তিনি সমাজতন্ত্রের জন্য কাজ করেছেন এবং গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন।
তিনি আরও বলেন, মওলানা ভাসানী শুধু রাজনীতিবিদ ছিলেন না, তিনি দার্শনিকও ছিলেন। আমি মনে করি, মওলানা ভাসানী পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রাজনীতিবিদ ছিলেন। রাজনীতি মানে গোটা রাজ্যব্যাপী যে নীতি। নীতির রাজা হিসেবে রাজনীতি।
একজন শাসকের শাসন ব্যবস্থা যদি ভালো হয় সেটি রাজশাসন আর খারাপ হলে স্বৈরাশাসন উল্লেখ করে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, গণতন্ত্র মানে শুধু পাঁচ বছর পর পর ভোট দেওয়া না। গণতন্ত্র মানে ইচ্ছামতো সব কাজ করতে পারা, সব মৌলিক অধিকার সমাজ দেবে সেটিই গণতন্ত্র। সমাজতন্ত্রের যখন অধঃপতন হয় তখন গণতন্ত্র হয়।
আলোচনা সভায় সভাপতি ছিলেন মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ, প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন মওলানা ভাসানী গবেষক সৈয়দ ইরফানুল বারী, স্বাগত বক্তা ছিলেন সেমিনার উপকমিটির আহ্বায়ক ও আইসিটি বিভাগের অধ্যাপক ড. সাজজাদ ওয়াহিদসহ বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।