আন্তর্জাতিক ডেস্ক : গণপরিবহনে মাস্ক পরিধান না করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার ঘোষণা দিয়েছে নিউ জিল্যান্ড। নতুন নিয়মে গণপরিবহনে মাস্ক না পরলে ৩০০ নিউ জিল্যান্ড ডলার পর্যন্ত জরিমানার বিধান করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১৬ হাজার ৮৫৩ টাকা। এক বিবৃতিতে নিউ জিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ক্রিস হিপকিন্স এ জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
এক বিবৃতিতে ক্রিস হিপকিন্স বলেন, আগামী সোমবার থেকে গণপরিবহন ও বিমানে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। তবে ট্যাক্সি ও স্কুল বাসগুলোকে এ বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে।
মন্ত্রী জানান, জরিমানার ক্ষেত্রে প্রতিবন্ধী কিংবা শারীরিক বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের ছাড় দেওয়া হবে। এছাড়া ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রেও জরিমানার বিধান প্রযোজ্য হবে না।
ক্রিস হিপকিন্স বলেন, মাস্ক পরিধান করা নিউ জিল্যান্ডের সংস্কৃতি নয়। তবে আমরা লোকজনকে গাড়িতে মাস্ক পরার অনুরোধ করছি।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার-এর হিসাব অনুযায়ী, নিউ জিল্যান্ডে এখন পর্যন্ত এক হাজার ৭০২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছে এক হাজার ৫৫৪ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।