গণবিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করলেন গোটাবায়া রাজাপাকসে

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: গণবিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করলেন দেশ থেকে পালানো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

বৃহস্পতিবার পার্লামেন্টের স্পিকারের কাছে তিনি ইমেইলে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

রাজাপাকসের পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আগামীকাল জানানো হতে পারে বলে শ্রীলঙ্কার গণমাধ্যম দ্য ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় স্পিকারের কাছে পদত্যাগপত্র ইমেইল করেছিলেন গোতাবায়া। কিন্তু প্রযুক্তিগত কিছু সমস্যা হওয়ায় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করেছেন স্পিকার।

পার্লামেন্টের স্পিকার পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও ইমেইলে পাঠানো পদত্যাগপত্র গ্রহণ করা হবে কিনা তা অস্পষ্ট। এ বিষয়ে আইনি আলোচনা চলছে।

এ বিষয়ে আগামীকাল সকালে আনুষ্ঠানিকভাবে স্পিকারের ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে গেছেন। মালদ্বীপ থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার পর তিনি দেশটিতে পৌঁছান। সেখান থেকে তিনি সৌদি আরবের জেদ্দায় যাবেন বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে গণরোষের মুখে পড়ে সামরিক একটি বিমানে মালদ্বীপে পালিয়ে যান গোটবায়া। তার আগে তিনি গত সোমবারও আকাশ ও সমুদ্র পথে দেশ ছাড়তে চেয়েছিলেন। কিন্তু তখন তাকে দেশ ছাড়তে দেওয়া হয়নি। মালদ্বীপে পৌঁছালে সেখানেও প্রবাসী শ্রীলঙ্কান এবং স্থানীয়রা তাকে আশ্রয় দেওয়ায় বিক্ষোভ করে।