স্পোর্টস ডেস্ক : ক্রিকেটারদের ১১ দফা দাবিতে চলমান ধর্মঘটে এ ক্রীড়াক্ষেত্রে অনেকটা অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এছাড়া আসন্ন ভারত সফর নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থার নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে তার সরকারি বাসভবন গণভবনে গিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ বুধবার দুপুর পৌনে ২টার দিকে গণভবনে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি। এই প্রতিবেদন লেখার সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছেন নাজমুল হাসান। ক্রীড়ামোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার বৈঠক চলছে। খেলোয়াড়দের মাঠে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী কোন দিকনির্দেশনা বা পরামর্শ দিবেন বলে অনুমান করা হচ্ছে।
এর আগে ক্রিকেটারদের ১১ দফা দাবি নিয়ে বোর্ডের সঙ্গে সরাসরি কথা বলার জন্য সময় বেঁধে দিয়েছে বিসিবি। আজ বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় সাকিব-তামিমদের কথা শুনবেন বোর্ড কর্মকর্তারা।
এরই মধ্যে জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল জানিয়েছেন, বাকিদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন এসব তথ্য জানিয়েছেন।
বিসিবির প্রধান নির্বাহী বলেন, ক্রিকেটারদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তামিম ইকবালের সঙ্গে কথা হয়েছে। তাকে অনুরোধ করে বলেছি বোর্ডের অবস্থানের ব্যাপারে। তাকে জানানো হয়েছে বিষয়টি দ্রুত নিষ্পত্তির ব্যাপারে বোর্ড আগ্রহী। তারা বলেছে তারা আজ নিজেদের মধ্যে আলাপ করে জানাবে। সে হিসেবে আমরা আজ ৫টায় চাইলে বসতে পারবো। অথবা যে কোনো জায়গায় ডাকলে আমরা সভায় বসতে আগ্রহী।
ক্রিকেটারদের ১১ দফা দাবি নিয়ে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিসিবি। সেসময় ক্রিকটারদের প্রতি ক্ষুব্ধ হওয়ার কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, খেলোয়াড়রা যদি না খেলতে চায়, তাহলে আমার কী করার আছে। খেলবে না। তবে বোর্ড প্রধান হিসেবে খেলোয়াড়দের দাবি পূরণ করতে কোনও আপত্তি নেই বলেও মন্তব্য করেছেন নাজমুল।
প্রসঙ্গত, সোমবার ১১ দফা উত্থাপন করার পাশাপাশি দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকার আল্টিমেটাম দিয়েছেন সাকিব-তামিমরা। অথচ ভারত সফরকে সামনে রেখে ২৫ অক্টোবর জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা। সামনে গুরুত্বপূর্ণ সফর, তবু এই ধর্মঘটকে ‘সময়োপযোগী’ এবং ‘যৌক্তিক’ বলে মনে করছেন ক্রিকেটাররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।