
গণভোটসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার (২৫ অক্টোবর) রাজধানীসহ দেশের সব মহানগর ও বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।
অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে— ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
গত রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। নেতারা জানান, দাবি আদায় না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নেওয়া হবে।
বিক্ষোভ কর্মসূচি সফল করতে সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আট দলের জোট এক যৌথ বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে সবাইকে অংশ নিতে হবে।”
জোটের উত্থাপিত পাঁচটি দাবির মধ্যে রয়েছে—
জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই তার ওপর গণভোট আয়োজন,
জাতীয় নির্বাচনে উচ্চকক্ষ বা উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু,
অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত করা,
বর্তমান সরকারের দমন-পীড়ন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করা, এবং
জাতীয় পার্টি ও ১৪-দলীয় জোটের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা।
এর আগে, ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ২০ অক্টোবর রাজধানীতে বিক্ষোভ মিছিল করে দলগুলো। আজ দেশের সব বিভাগীয় শহরে একই কর্মসূচি পালন করা হবে, আর আগামী ২৭ অক্টোবর জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



