টেলিভিশন শিল্পে এমি অ্যাওয়ার্ডস সবচাইতে মর্যাদাপূর্ণ পুরস্কার। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৭৭তম এমি অ্যাওয়ার্ডস এবারের আয়োজন শুধু বিনোদন নয়, রাজনৈতিক বার্তার মঞ্চও হয়ে উঠল। বহু শিল্পী তাদের বক্তব্য ও উপস্থিতির মাধ্যমে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের সমর্থনে সরব হয়েছেন। “ফ্রি প্যালেস্টাইন” এবং “সিজ ফায়ার” দাবিতে তাদের বার্তা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটি ছিল বার্ষিক টেলিভিশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান অনুষ্ঠান। কিন্তু শুধু সাফল্য উদযাপন নয়, শিল্পীরা এটিকে ব্যবহার করেছেন চলমান গাজা গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক মনোযোগ টানার একটি প্ল্যাটফর্ম হিসেবে। তাদের দাবি— ইসরায়েলি আগ্রাসন বন্ধ হোক এবং ফিলিস্তিনিদের মানবিক অধিকার রক্ষা করা হোক।
অনুষ্ঠানে “হ্যাকস” তারকা হান্না আইনবাইন্ডার শ্রেষ্ঠ কমেডি সিরিজে সহঅভিনেত্রী (সাপোর্টিং) জন্য তার প্রথম এমি জেতেন। বক্তৃতার শেষে তিনি বলেন, “গো বার্ডস, ফ— আইস এবং ফ্রি প্যালেস্টাইন।” পরে ব্যাকস্টেজে তিনি ব্যাখ্যা করে জানান, একজন ইহুদি হিসেবে তার নৈতিক দায়িত্ব ইসরায়েল রাষ্ট্রকে ইহুদিধর্ম ও সংস্কৃতি থেকে আলাদা করে দেখানো। তার মতে, ধর্ম বা সংস্কৃতির সঙ্গে ইসরায়েলের বর্তমান ‘এথনোন্যাশনালিস্ট’ রাষ্ট্রনীতির কোনো মিল নেই।
এছাড়া বিখ্যাত অভিনেতা জাভিয়ের বারডেম লাল কার্পেটে কেফিয়াহ পরে উপস্থিত হন এবং সরাসরি ঘোষণা দেন: “আমি আজ গাজার গণহত্যা নিন্দা করতে এসেছি… ফ্রি প্যালেস্টাইন!” তিনি “ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন” সংগঠনের প্রতি সমর্থন জানান। এক সাক্ষাৎকারে বারডেম বলেন, “আমরা যা প্রত্যক্ষ করছি তা গণহত্যা। আমি এমন কারও সঙ্গে কাজ করব না যারা এই গণহত্যাকে সমর্থন করে বা ন্যায্যতা দেওয়ার চেষ্টা করে।” তিনি আরও জানান, একই দিনে স্পেনের মাদ্রিদে হাজারো মানুষ ইসরায়েলের সাইক্লিং টিমকে প্রতিযোগিতায় অংশ নিতে বাধা দিয়ে রাস্তায় বিক্ষোভ করেছে।
অনুষ্ঠানের আগের সপ্তাহেই প্রায় ৩,৯০০ চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পী একটি খোলা অঙ্গীকারপত্রে সই করেছেন। সেখানে ঘোষণা করা হয়, তারা ইসরায়েলের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা সেই সব প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করবেন না যারা গণহত্যা ও বর্ণবৈষম্যে জড়িত। অঙ্গীকারপত্রে আরও উল্লেখ করা হয়, যে কোনো ধরণের ‘হোয়াইটওয়াশিং’, আগ্রাসনের সাফাই, কিংবা অপরাধী রাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বও অপরাধের অংশ।
চার মাস পর হত্যাচেষ্টা মামলার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া
আরেক শিল্পী, “হ্যাকস” অভিনেত্রী মেগান স্টালটার, লাল কার্পেটে হাঁটার সময় হাতে একটি সাদা রঙের হ্যান্ডব্যাগ বহন করেন। এতে স্পষ্ট অক্ষরে লেখা ছিল ‘সিজফায়ার’ (CEASE FIRE!)। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।