জুমবাংলা ডেস্ক : করোনার সংক্রমণে জর্জরিত পুরো বিশ্ব। বিশ্বের সকল মহলেই হানা দিয়েছে এই প্রাণঘাতী মরণ ভাইরাস। ক্রীড়াঙ্গনও বাদ পড়েনি করোনার মরণ থাবা থেকে। এদিকে মঙ্গলবার (২৩ জুন) খবর আসে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ৭ জন ক্রিকেটারের শরীরে মিলেছে করোনা ভাইরাস। পাকিস্তান দলে এই সাত ক্রিকেটারসহ মোট ১০ জন ছিলেন করোনাক্রান্ত। যার একটি নাম ছিল মোহাম্মদ হাফিজের। কিন্তু অবাক করার বিষয় বুধবার (২৪ জুন) নতুন করে করোনা পরীক্ষা করা হলে মোহাম্মদ হাফিজের ফলাফল করোনা ‘নেগেটিভ’ আসে!
মঙ্গলবার পাকিস্তান দলের যাদের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে তারা হলেন ফখর জামান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান ও ওয়াহাব রিয়াজ। এর আগে সোমবার তিন ক্রিকেটার করোনায় আক্রান্ত হন। তারা হলেন শাদব খান, হারিস রউফ ও হায়দার আলী। নিজের সন্তুষ্টির জন্য ব্যক্তিগত উদ্যোগে পুরো পরিবার নিয়ে বুধবার আবার করোনা পরীক্ষা করান ৩৮ বছর বয়সী হাফিজ মোহাম্মদ হাফিজ। তবে দ্বিতীয় পরীক্ষায় ফলাফল পজিটিভ আসেনি তাঁর। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাফিজ লিখেছেন, ‘গতকাল (মঙ্গলবার) পিসিবির ফলাফল মোতাবেক করোনা পজিটিভ হওয়ায় আমি নিজের সন্তুষ্টির জন্য পরিবারের সবাইকে নিয়ে ব্যক্তিগতভাবে দ্বিতীয়বার পরীক্ষা করাই। আলহামদুলিল্লাহ্। আমি এবং আমার পরিবারের সবার ফলাফল নেগেটিভ এসেছে। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুক।’ প্রসঙ্গত, ইংল্যান্ডে যাওয়ার আগে স্কোয়াডের প্রত্যেককে দুইবার করোনা পরীক্ষা করাতে বলেছিল পিসিবি। এরই সুবাদে প্রথম ধাপে নিজ নিজ শহরে পরীক্ষা করান ক্রিকেটাররা। প্রথম দিন ৩ ক্রিকেটারের ফলাফল পজিটিভ আসে। দ্বিতীয় দিন আরও ৭জনের ফলাফল পজিটিভ আসার খবর নিশ্চিত করে পিসিবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।