জুমবাংলা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ৩৯০ জনের শরীরে করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় সর্বাধিক করোনা সংক্রমিত ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ১০ মৃত্যুর সাতজনই ঢাকার বলে জানানো হয়েছে।
আজ বুধবার দুপুরে রাজধানী মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ সাতজন ও মহিলা তিনজন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টা সময়ে দেশে মৃত্যু হয়েছে আরো ১০ জনের। এ নিয়ে দেশে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৭২ জনে। মোট মৃত্যু ১২০।
নতুন করে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরো পাঁচজন। এ নিয়ে দেশে করোনাভাইরাস থেকে মোট সুস্থ হলেন ৩৭৭২ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



