জুমবাংলা ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ৭ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা মধ্যে ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে মারা যান তারা।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান জানান, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ১৩টি আইসিইউ রোগীতে পূর্ণ ছিল। ২১০ শয্যার করোনা ওয়ার্ডে সাধারণ ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছেন ২৩৮ জন।
গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন।
এদিকে গত বৃহস্পতিবার জেলায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ১৪৭ জন। ৬২১ জনের নমুনা পরীক্ষা করে ১৪৭ জন শনাক্ত হন। জেলায় সংক্রমণের হার ২৩ দশমিক ৬৭ শতাংশ বলছে সিভিল সার্জন কার্যালয়ের তথ্য।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel