জুমবাংলা ডেস্ক : শীতজনিত বিভিন্ন রোগে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩ হাজার ৬৪৬ জন আক্রান্ত হয়েছেন বলে রবিবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া নিয়মিত আপডেটে জানা যায়, ৭৪১ জন রোগী শ্বাসযন্ত্রের তীব্র সমস্যার কারণে চিকিৎসা নিয়েছেন।
Advertisement
অন্যদিকে, ডায়রিয়ায় আক্রান্ত ১ হাজার ৭০০ জন এবং জন্ডিস, চোখের সমস্যা, চর্মরোগ ও জ্বরসহ অন্যান্য রোগের চিকিৎসা নিয়েছেন ১ হাজার ২০৫ জন।
গত বছরের ১ নভেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ৪ লাখ ৮৭ হাজার ৭৮৭ জন বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হন। এই সময়ের মধ্যে ৬১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


