নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৬৬০ জনে পৌঁছাল।
একই সময়ে করোনায় দেশে মারা গেছেন আরও ১১ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন পুরুষ এবং চারজন নারী। তাদের মধ্যে পাঁচজন ঢাকার বাসিন্দা এবং ছয়জন ঢাকার বাইরের। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৫০ জন।
করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত বুলেটিনে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য দেন।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় দেশের ৩৮টি ল্যাবে ৬৭৭৩টি নমুনা পরীক্ষা করে ৯৬৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এখন পর্যন্ত ১ লক্ষ ৩৬ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষা করে ১৬ হাজার ৬৬০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে ।
ডা. নাসিমা সুলতানা আরও বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন। এর ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৪৭ জনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।