জুমবাংলা ডেস্ক: দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে খুলনা বিভাগেরই ৩২ জন। এটাই এই বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু।
এছাড়া খুলনা বিভাগের ১০টি জেলায় নতুন করে ৯০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
খুলনার স্বাস্থ্য বিভাগীয় পরিচালকের দপ্তর থেকে জানা গেছে, বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৭২ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় খুলনায় নমুনা পরীক্ষায় ৩০৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ জন। মৃত্যুর দিক থেকে খুলনার পরেই রয়েছে ঝিনাইদহ। ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছেন ৭ জন। এছাড়া চুয়াডাঙ্গায় ৫ জন, কুষ্টিয়ায় ৪ জন, বাগেরহাটে ৩ জন, মেহেরপুরে ২ জন এবং যশোর, নড়াইল ও সাতক্ষীরায় একজন করে রোগী মারা গেছেন।
আক্রান্তের দিক থেকে খুলনার পরে রয়েছে কুষ্টিয়া। ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় আক্রান্ত হয়েছেন ১২২ জন। এরপরেই রয়েছে যশোর। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ১২১ জন। এছাড়া ঝিনাইদহে ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি জেলাগুলোতে আক্রান্তের সংখ্যা ষাটের মধ্যে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।