জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে গভীর রাতে কবর খুঁড়ে আব্দুল লতিফ নামে এক পুলিশ সদস্যের কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের উত্তর নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের উত্তর নওপাড়া গ্রামের বাসিন্দা ও সাবেক পুলিশ সদস্য আব্দুল লতিফ প্রায় দুই বছর পূর্বে মৃত্যু বরণ করেন। পরে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত দূর্বত্তরা কবর খুঁড়ে আব্দুল লতিফের কঙ্কালটি চুরি করে নিয়ে যায়। আজ শুক্রবার সকালে পরিবারের লোকজন গিয়ে দেখেন আব্দুল লতিফের কবরটি খোঁড়া এবং কবর থেকে কঙ্কাল উধাও। খবর পেয়ে গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক মীর্জা মাজহারুল আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার পর থেকে আশপাশের লোকজনের মধ্যেও কবরস্থান থেকে স্বজনদের কঙ্কাল চুরির আতঙ্ক দেখা দিয়েছে।
আব্দুল লতিফের ছেলে পুলিশ সদস্য মুক্তাদির বলেন, পরিবারের লোকজন সকালে গিয়ে কবরটি খোঁড়া দেখেন। অজ্ঞাত দূর্বৃত্তরা ভিতর থেকে কঙ্কালটি চুরি করে নিয়ে গেছে।
গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মীর্জা মাজহারুল আনোয়ার বলেন, বজ্রপাতে মৃত্যু হলে কঙ্কাল চুরি হয় শুনেছি। কিন্তু মৃত আব্দুল লতিফ স্বাভাবিক মৃত্যু বরণ করেছেন। তার কঙ্কাল কেন চুরি হয়েছে বোঝা যাচ্ছেনা। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।