বিজ্ঞানীরা ২০১৬ সালে পৃথিবীর গভীরতম মিঠাপানির গুহার খোঁজ পেয়েছিলেন। পৃথিবীর সবচেয়ে গভীরে অবস্থিত এই মিঠাপানির গুহার নাম হারানিস অ্যাবিস। চেক প্রজাতন্ত্রে গুহাটির অবস্থান। ভূতাত্ত্বিকেরা মনে করেন, এটি পৃথিবীর পৃষ্ঠের নিচে এক কিলোমিটারের বেশি এলাকাজুড়ে বিস্তৃত। মিঠাপানির এই গুহার প্রকৃতি ও রাসায়নিক গঠন নিয়ে বেশ কয়েক বছর ধরেই বিজ্ঞানীরা জানতে বেশ আগ্রহী। সেই লক্ষ্যে সম্প্রতি এক বৈজ্ঞানিক অভিযান পরিচালনা করা হয়।
সাধারণভাবে ধারণা করা হয় যে গভীর সব গুহা প্রাকৃতিকভাবে নিচ থেকে উন্মুক্ত আর অম্লীয় পানিতে পূর্ণ। এই ধারণার বিপরীতেই অবস্থান করছে সবচেয়ে গভীর গুহাটি। বিজ্ঞানীরা ২০১৬ সালে সন্ধানের পর অসংখ্যবার মিঠাপানির এই গুহার মধ্যে গভীর অনুসন্ধানের চেষ্টা করেন। তাঁরা ভেতরের প্রাকৃতিক অবস্থা জানার চেষ্টা করছেন নানাভাবে।
২০২০ সালে একটি ডুবোযান পাঠানো হয় সেখানে। সেই যান সর্বোচ্চ ১ হাজার ৫৫৩ ফুট গভীরে যেতে পেরেছিল। সমীক্ষা অনুসারে বিজ্ঞানীরা দেখছেন, মিঠাপানির এই গুহার নিচে একটি ছোট হ্রদসহ বাঁকা গহ্বরও আছে। গুহার পানির নিচের অংশটি সিলিন্ডারের মতো। বছরের বিভিন্ন সময় এই গুহায় পানির তাপমাত্রা ৫৮ থেকে ৬৬ ডিগ্রি ফারেনহাইট দেখা যায়।
এ ছাড়া ক্ষুদ্র পরিমাণ হিলিয়ামেরও উপস্থিতি আছে। এসব উপাদানের উপস্থিতি দেখা যাচ্ছে কারণ, এই পানি পৃথিবীর আবরণের ওপরের অংশ থেকে আসছে। অনেক গভীর থেকে মিঠাপানির খোঁজ মিলেছে এই গুহায়। নিচে আরও সংকীর্ণ পথ আছে যেখানে আমাদের প্রবেশের সুযোগ নেই। এমন গভীরতা আমরা কল্পনাও করতে পারি না। গুহার শেষ সীমানা খুঁজতে ও অতল গহ্বরের তথ্য জানতে এই অভিযান পরিচালনা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।