নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সম্মতিতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা কাটলো।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইআরএফ ও ব্যাংক বিটের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেছেন। দি এশিয়ান এইজের সাংবাদিকের প্রশ্নের জবাবে এই তথ্য নিশ্চিত করেন কাজী ছাইদুর। এসময় ডেপুটি গভর্নর নুরুন নাহার, মো. খুরশীদ আলম, মো. হাবিবুর রহমান ও নির্বাহী পরিচালক মেজবাউল হকসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে ছাইদুর রহমান সহ অন্যান্য ডেপুটি গভর্নরগণ স্বীকার করেন, চাপে পড়ে অনেক সময় তাদেরকে অনেক সিদ্ধান্ত নিতে হয়। ডেপুটি গভর্নর খুরশিদ আলম বলেন, যেহেতু ডেপুটি গভর্নরদের চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকারের নির্বাহী বিভাগ, এবং নির্বাহী বিভাগ চাইলে ১ মাসের নোটিশে চুক্তি বাতিল করতে পারে, তাই অনেক ক্ষেত্রে আমদের সীমাবদ্ধতা থাকে। এই ব্যবস্থার পরিবর্তন দরকার। তাহলে আর্থিক খাতে সুশাসন নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংক নির্বিঘ্নে ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন অনেকটা নিশ্চিত হবে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় ডেপুটি গভর্নর পদ পদোন্নতি ভিত্তিক ছিল। স্বার্থান্বেষী গোষ্ঠীর চাপে এই পদ্ধতি পরিবর্তন করে ডেপুটি গভর্নর পদ চুক্তিভিত্তিক করা হয়। এতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের মধ্যে লেজুরবৃত্তি বৃদ্ধি পায় এবং সুশাসন ভেঙে পড়ে।
ডেপুটি গভর্নরগণ জানান, পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক খাত পুনর্গঠনের কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন সরকারের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত। সব ধরনের তথ্য-উপাত্ত সাংবাদিকদের সঙ্গে আগের মতোই আদানপ্রদান হবে। তাঁদের প্রবেশে বাধা থাকবে না। ছাত্র-জনতার এই বিজয়ে অন্যদের মতো তাঁরাও আনন্দিত। তাঁরা শহীদদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এদিকে সরকার পতনের পর অফিস খোলার প্রথম দিন কার্যালয়ে আসেননি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
কাজী সাইদুর রহমান বলেন, গভর্নর আজ অফিস করছেন না; তিনি যার যার কাজ চালিয়ে নেওয়ার জন্য বলেছেন।
মতবিনিময় সভায় ইআরএফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি রেফায়েত উল্ল্যাহ মীরধা, সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ অন্যান্য সদস্যগণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।