মানিকগঞ্জে এক নারীকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় দৌলতপুর থানা পুলিশ।
নিহতের নাম করুনা রানী ভদ্র। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুরের মান্দাত্তা এলাকার মৃত ফটিক ভদ্রের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করুণার দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে রবি চন্দ্র ভদ্র দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন। বেশ কয়েক বছর আগে একটি জমি বিক্রি করে সেই টাকা এফডিআর করে রেখেছিলেন করুণা। মায়ের গচ্ছিত ওই টাকা অনেকদিন ধরে চাচ্ছিলেন রবি। কিন্তু মা তাকে সেই টাকা দিতে রাজি হচ্ছিলেন না।
এ নিয়ে মা-ছেলের মধ্যে মাঝেমধ্যেই তর্কবিতর্ক হতো। সেই টাকার ভাগ নিতে না পেরে বুধবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে করুণাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান রবি ভদ্র।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর আল-মামুন গণমাধ্যমকে বলেন, সকালে টের পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।