রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে টানা আন্দোলনের এক পর্যায়ে গভীর রাতে উপাচার্যের বাসভবনের সামনে থেকে সরে গেছেন শিক্ষার্থীরা।
শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাঁরা বাসভবনের ফটক ও প্যারিস রোড ছেড়ে দেন।
শনিবার বিকেল থেকে কয়েক হাজার শিক্ষার্থী এ আন্দোলনে যোগ দেন। মধ্যরাতের পর হল থেকে বিপুল সংখ্যক ছাত্রীও আন্দোলনে অংশ নেন। চাপের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করে রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে তা জানায়। তবে শিক্ষার্থীরা উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে কোটা বাতিল ঘোষণার দাবি জানিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।
পরে রাত গভীর হলে শিক্ষার্থীরা ধীরে ধীরে উপাচার্যের বাসভবন ও প্যারিস রোড থেকে সরে যেতে শুরু করেন। রাত আড়াইটার পর থেকে অনেকে চলে যান এবং সাড়ে ৩টার মধ্যে পুরো এলাকা ফাঁকা হয়ে যায়।
ছাত্র অধিকার পরিষদের রাবি শাখার সভাপতি মেহেদী মারুফ জানান, আজ রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের ডাকা জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হবে। সেই অনুযায়ী শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।