আন্তর্জাতিক ডেস্ক : করোনার কারণে পর্যটন শিল্পে ধস নেমেছে ইতালিতে। এতে বিপাকে পড়েছে এই শিল্পের সঙ্গে জড়িত প্রবাসী ব্যবসায়ীরা। তবে এ পরিস্থিতি পরিবর্তনে বেশ কিছু উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার।
ইতালিয়ান সরকার চাচ্ছে, দীর্ঘপরিকল্পনা নিয়ে গরমের সময় ইতালিতে ঘুরতে আসতে চায় সেই পরিবারকে ৫০০ ইউরো বা ৫০ হাজার টাকা বোনাস দেবে। পর্যটন শিল্প চাঙা করার জন্য এর থেকে এর থেকে ভাল পলিসি হতে পারে না বলে জানিয়েছে পর্যটন মন্ত্রণালয়।
এদিকে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৭৬৩ জনে।
ইউরোপের বিভিন্ন দেশগুলোর সঙ্গে জড়িত রয়েছে বিশাল ট্যুরিজম শিল্প। এই ট্যুরিজম শিল্পে জড়িত আছে ২৭.৩ মিলিয়ন শ্রমিক। বাংলাদেশি অনেক প্রবাসীদের চাকরি এই ট্যুরিজম শিল্পের সঙ্গে জড়িত। আর সেসব ক্ষেত্রগুলোকে চাঙ্গা করতে ইউরোপীয় ইউনিয়নের অন্ত নেই। কারণ ইউরোপীয় ইউনিয়নের জিডিপির প্রায় ১০ শতাংশ এই ট্যুরিজম শিল্প থেকেই আসে। জুন মাসের প্রথম সপ্তাহে বর্ডার খুলে দিতে পার যেন পর্যটন ব্যবস্থা ভালো থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



