আন্তর্জাতিক ডেস্ক: গ্রীষ্মকালীন তাপমাত্রার সকল রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে ইউরোপের দেশগুলোতে৷ শুধু ইউরোপ নয়, তীব্র দাবদাহে পুড়ছে অ্যামেরিকা এবং চীনও৷ খবর ডয়েচে ভেলের।

ইউরোপের বিশেষ করে পশ্চিম ইউরোপের দেশগুলোতে চলতি বছরের তাপমাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে৷ আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহে ইউরোপের কিছু শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে৷

চলতি সপ্তাহে জার্মানির কোলনসহ বেশ কয়েকটি শহরের তাপমাত্র ৪০ ডিগ্রি পযর্ন্ত উঠতে পারে৷ তবে দেশজুড়েই উচ্চ তাপমাত্রার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা৷

গরমের এ তীব্রতা জার্মানিতে আটকে নেই৷ ফ্রান্সের আবহাওয়া দপ্তর বলছে, গত ৭০ বছরের সব ইতিহাস ভেঙ্গে এ সপ্তাহে দেশটিতে তাপমাত্রা ৪০.৪ ডিগ্রি পর্যন্ত উঠবে৷ যুক্তরাজ্যের অবস্থাও তাই৷ তাপামাত্র ৩৮.৫ ডিগ্রি উঠবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর৷

জার্মানির বাসাবাড়িতে কিংবা অফিসে এয়ার কন্ডিশনের খুব একটা চল নেই৷ দেশটির উত্তরাঞ্চলের লোকজন সমুদ্রে নেমে এই গরমে শীতল হতে চায়৷ মিউনিখসহ আরো কিছু শহরে সে ব্যবস্থা না থাকায় নদীতে কিংবা সুইমিং পুলেই শীতল হন লোকেরা৷

ইউরোপের হাইওয়েগুলো তীব্র রোদে ক্ষতিগ্রস্ত হয়৷ উত্তর জার্মানির স্যাক্সনির এ রাস্তাটি তীব্র রোদে এভাবেই রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে৷


তীব্র তাপমাত্রায় কষ্ট পাচ্ছেন যুক্তরাষ্ট্রের লোকেরাও৷ মঙ্গলবার এক দমকা ঝড় নিউইয়র্কসহ কয়েকটি অঞ্চলের বসত ঘরে আঘাত হানলেও, তীব্র গরম থেকে কিছুটা রক্ষা পেয়েছেন বাসিন্দারা৷

চীন দেশের কয়েকটি শহরেও তামাত্রার ঊর্ধ্বগতি দেখা গেছে৷ অবস্থা ঠেকাতে পুরোনো প্রযুক্তি ব্যবহার করছে অনেকেই৷ ছবিতে দেখা যাচ্ছে বরফ দিয়ে এয়ার কন্ডিশন বানাচ্ছেন শ্রমিকরা৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।