গরমে সুতি নাকি লিনেন, কোনটি পরবেন?

linen

লাইফস্টাইল ডেস্ক : ইতোমধ্যে প্রকৃতি থেকে বিদায় নিয়েছে শীত। এবার দাপট দেখানোর পালা গরমে। এখনই কপালে জমা বিন্দু বিন্দু ঘাম জানান দিচ্ছে, সামনের দিনগুলো আরও বেশি অস্বস্তির হবে। গরমে ভালো থাকার ক্ষেত্রে পোশাক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এখন থেকেই অনেকে ভাবতে শুরু করেছেন, গরমে কেমন পোশাক পরবেন।

linen

সুতি কাপড় পরলে গরমে স্বস্তি মেলে, এ কথা সবার জানা। আবার লিনেনের পোশাকেও আরাম পাওয়া যায়। তবে দুটোর মধ্যে যদি তুলনা করা হয় তাহলে এগিয়ে রাখতে হবে লিনেনকে। কারণ রং-নকশার বৈচিত্র্য, চলাফেরার সুবিধা সব মিলিয়ে লিনেন সুতির থেকে এগিয়ে আছে।

সুতির যেকোনো পোশাক বেশিক্ষণ পরে থাকলে কুঁচকে যায়। কিন্তু লিনেনের ক্ষেত্রে এমনটা হয় না। দীর্ঘসময় পরার পর পোশাক টান-টান থাকে। আর তাই বিভিন্ন প্রজন্মের মনে জায়গা করে নিয়েছে লিনেন।

সুতি ভালো নাকি লিনেনের পোশাক?

পোশাকের বাজারে লিনেনের অন্যতম প্রতিদ্বন্দ্বী হলো সুতি। বহুবছর ধরেই গরমের পোশাকের ম্যাটেরিয়াল হিসেবে রাজত্ব চালাচ্ছে সুতি। তবে লিনেনের আগমনের পর আর সিংহাসন কিছুটা টালমাটাল হয়েছে বটে।

সুতি আর লিনেন দুটোই উদ্ভিজ্জ গোত্রের। সুতির জন্ম কার্পাস তুলো থেকে। আর তিসি থেকে তৈরি হয় লিনেন। তবে লিনেনের ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা। নানা ধাপ পেরিয়ে লিনেনের এক একটি সুতো তৈরি হয়।

বুননেও সুতির সঙ্গে লিনেনের ফারাক রয়েছে। সুতির বুনন হয় ঠাসা। তাতে কোনো ফাঁক-ফোঁকর থাকে না। কিন্তু লিনেনের বুনন হয় কিছুটা ছড়ানো। ফলে সহজে বাতাস চলাচল করতে পারে। বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে আলাদা স্বস্তি দেয়।

তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। খাঁটি লিনেন পরলে তবেই এসব সুবিধা মিলবে।

লিনেন আসল না নকল বুঝবেন কীভাবে?

লিনেন মানেই যে খাঁটি, এমনটা কিন্তু নয়। পোশাকের জাঁকজমকতা বাড়াতে এর সঙ্গে অন্য উপাদান থেকে তৈরি সুতা মেশানো হয়। তাই দেখতে আকর্ষণীয় হলেও নকল লিনেনের তৈরি পোশাক স্বস্তিদায়ক হয় না। খাঁটি লিনেন মুচড়ে নিলে বেশি কুঁচকে যায়। সহজে টান-টান হতে চায় না। লিনেনে ভাঁজের দাগ পড়ে বেশি। এই দাগ অনেক বেশি স্পষ্ট এবং দীর্ঘস্থায়ীও হয়।

খাঁটি লিনেন পরলে ঘাম কম হয়। কারণ লিনেন জলীয় বাষ্প শোষণ করে নেয়।

লিনেনের পোশাকের যত্ন নেবেন যেভাবে

কেবল লিনেনের পোশাক পরলেই হলো না, এর ঠিকঠাক যত্নও নিতে হবে। লিনেন পোশাক কাচার আগে দেখে নিতে হবে ড্রাই ওয়াশ করতে বলা আছে কি না। কেননা লিনেন অন্য ফেব্রিকের চেয়ে বেশি পানি শোষণ করে। তাই সব লিনেনের পোশাক একসঙ্গে কাচা ঠিক হবে না।

তবে লিনেন যেহেতু বেশ টেকসই, তাই কিছু দিন অন্তর কাচতে হবে। ওয়াশিং মেশিনে লিনেনের পোশাক না ধোয়াই ভালো। আর কাচলেও ওয়াশিং মেশিনে শুকানো ঠিক হবে না। পানি ঝরিয়ে হালকা ভেজা অবস্থাতেই আয়রন করলে ভালো। তবে সরাসরি লিনেন পোশাকের ওপর আয়রন চালিয়ে দেওয়া যাবে না। ইস্ত্রি করার সময় জামার ভেতরের দিকটা বাইরের দিকে রেখে ইস্ত্রি করতে হবে।

কেন লিনেনের পোশাক পরবেন?

গরমে লিনেনের পোশাক পরলে কিছু বাড়তি সুবিধা মিলবে। এটি শরীরের আর্দ্রতা ধরে রাখে। ঘাম শোষণ করে নেয় বলেই লিনেন পরলে গরমে ক্লান্তি কম লাগে। শরীর ঠান্ডা রাখার পাশাপাশি এই ফেব্রিক তাপ পরিবহণও করে। তাই শরীর তপ্ত হয়ে উঠতে পারে না। এই কাপড়ের তাপ প্রতিফলন ক্ষমতাও মারাত্মক। ফলে বাইরের তাপ শরীর পর্যন্ত পৌঁছাতেই পারে না। যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের জন্যও লিনেনের পোশাক আরামদায়ক।

রোমান্স ও নাটকীয়তায় ভরপুর নতুন ওয়েব সিরিজ, দেখার জন্য প্রস্তুত?

জানলে অবাক হবেন, আলিয়া ভাট, সোনাম কাপুর, করিনা কাপুরের মতো বলিউড অভিনেত্রীরাও লিনেনের পোশাক পরেন। ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, বিগত কয়েক বছরের মতো এবারও ট্রেন্ডে থাকবে লিনেন। তাই এই গরমে স্বস্তি পেতে লিনেনের কামিজ, শাড়ি বা শার্ট যেকোনো পোশাকই পরতে পারেন।