আন্তর্জাতিক ডেস্ক : হিমালয়ের খুব কাছাকাছি অবস্থিত ভারত সীমান্ত ঘেঁষা লালমনিরহাট জেলায় বেড়েছে শীতের প্রকোপ। গেল ৭২ ঘণ্টায় এ জেলায় সূর্যের দেখা মিলেনি। কনকনে শীতের সঙ্গে হিমেল হাওয়া শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে তুলেছে।
ফলে চরম দুর্ভোগের কবলে পড়েছে জেলার ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষজন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে তাদের। শহরের বিভিন্ন স্থানে পুরানো গরম কাপড়ের দোকানগুলোতে নিম্ন আয়ের মানুষজনের ভিড় বাড়ছে। এদিকে হাসপাতালগুলোতে ঠাণ্ডাজনিত নানা রোগে আক্রান্তদের সংখ্যা বাড়ছে।
এদের মধ্যে অধিকাংশ শিশু ও বৃদ্ধ। এ পর্যন্ত সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে যে পরিমাণ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন ভুক্তভোগী মানুষজন। এদিকে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, ঘন কুয়াশার কারণে লোকাল ও আন্তঃনগর ট্রেনগুলো ধীরগতিতে চলায় প্রতিটি ট্রেন তিন থেকে চার ঘণ্টা বিলম্বিত হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।