গরম ভাতে লেবু পাতা দিয়ে বেলে মাছের চচ্চড়ি, রেসিপি

গরম ভাতে লেবু পাতা দিয়ে বেলে মাছের চচ্চড়ি, রেসিপি

লেবু পাতায় বেলে মাছ চচ্চড়ি

লাইফস্টাইল ডেস্ক : বিভিন্ন রকম ছোট মাছের মধ্যে বেলে মাছ অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে। বেলে মাছ অনেক ভাবেই রান্না করা যায়। তবে দুপুর বেলায় গরম ভাতে লেবু পাতা দিয়ে বেলে মাছের চচ্চড়ি হলে আর কি চাই। অল্প সময়ের মধ্যে মজার এ খাবারটি তৈরি করতে রেসিপিটি জেনে নিন।

 গরম ভাতে লেবু পাতা দিয়ে বেলে মাছের চচ্চড়ি, রেসিপি

উপকরণ 

বেলে মাছ ১/২ কেজি

পেঁয়াজ ১ কাপ

রসুন ১/৪ কাপ

হলুদ গুঁড়া ১/২ চামচ

মরিচ গুঁড়া ১/২ চামচ

লবণ ১/২ চামচ

তেল ২ টেবিল চামচ

কাঁচা মরিচ ৪-৫টা

পানি ১/২ কাপ

লেবুর রস ১ চা চামচ

লেবু পাতা ৩-৪টা

প্রাণালি প্রথমে কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, মাছ, তেল দিয়ে ভালোভাবে মেখে ফালি করা কাঁচামরিচ দিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিন। ৫ থেকে ৬ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। লেবুর রস দিয়ে নেড়ে লেবু পাতা দিয়ে দিন। এবার ঢেকে আরও ৩ থেকে ৪ মিনিট রান্না করুন। পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন।

পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে।

ইউএনও হচ্ছেন অভিনেত্রী সাবিলা নূর!