গরিলার হাতে মানুষের মতো আঙুল

নিজের খাঁচায় বিশ্রাম নিচ্ছে আনাকা -সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি তার ষষ্ঠ জন্মদিন পালিত হয়েছে। জন্মদিনের ‘পার্টিতে’ তার বেশ কিছু ছবিও তোলা হয়। সেই সব ছবি পোস্ট করা হয় ফেসবুকে। এরপরই ছবিটি ভাইরাল হয়ে যায়।

তবে যার ছবি ভাইরাল হয়েছে সে কোনো মানুষ নয়, গরিলা। ‘আনাকা’ নামের ওই গরিলার হাতে মানুষের মতো আঙুল।

আনাকা একটি স্ত্রী গরিলা, আমেরিকার জর্জিয়ার জু আটলান্টায় বাস তার।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, আসলে আনাকার হাতে কয়েকটি আঙুলের সামনের অংশগুলোতে পিগমেন্টের অভাব রয়েছে। যার ফলে সেই আঙুলগুলি গোরিলাদের স্বাভাবিক কালো রঙের না হয়ে মানুষের চামড়ার মতো দেখাচ্ছে।

আনাকার কিছু ক্লোজ-আপ ছবিতে বিষয়টি ধরা পড়ার পর কয়েকজন যোগাযোগ করেন চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে। কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরেই আনাকার হাতের এই অংশগুলি এমন। এর কোনও রকম পরিবর্তন হয়নি। তাই তারা মনে করেন, এটা আনাকার সুন্দর একটি জন্মদাগ।

জু আটলান্টা তাদের ওয়েবসাইটে লিখেছে, আনাকা শুধু হাতের কারণেই অন্যদের থেকে আলাদা নয়, তার আচার আচরণও অনেকটা আলাদা।