জুমবাংলা ডেস্ক : ‘আওয়ামী লীগ নেতাকে না পেয়ে খামারের গরু পিটিয়ে হত্যা’ এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, বাংলাদেশে ইসকনের গরুর খামারে আক্রমণ করা হয়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান বুম বাংলাদেশ জানিয়েছে ভিডিওটি বাংলাদেশের কোনো আওয়ামী লীগ নেতার বা ইসকনের গরুর খামারের নয় বরং ভারতের পাঞ্জাবের একটি খামার থেকে ধারণ করা।
বুম বাংলাদেশ জানিয়েছে, ভারতের একটি নিউজ পোর্টালে এই সম্পর্কিত একটি সংবাদ পাওয়া গেছে।
সেখানে বলা হয়েছে, পাঞ্জাবের জলন্ধরের জামশেরের একটি ডেইরিতে যুবকরা নির্দয়ভাবে গরু-ষাঁড়ের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে। একই ঘটনার সংবাদ প্রকাশ করেছে ভারতীয় আরেক সংবাদ মাধ্যম ‘দ্য ট্রিবিউন’।
অর্থাৎ ভিডিওটি বাংলাদেশে আওয়ামী লীগ নেতার বা ইসকনের খামারের হামলার ঘটনার নয়। এই দাবি অসত্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।